প্রকাশিত: Tue, Apr 23, 2024 12:00 PM
আপডেট: Sat, Dec 6, 2025 11:43 PM

প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষা শতভাগ স্বচ্ছ হওয়া উচিত

শরিফুল হাসান ; ‘ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজকে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগের রেজাল্ট হলো। ৭৫ এর মধ্যে ৬৮ পেয়েও রেজাল্ট আসেনি। যমুনা সেট ছিলো। শুধু আমার নয় অসংখ্য প্রার্থীর সঙ্গে এমনটা হয়েছে। যমুনা এবং মেঘনা সেটের কারোই রেজাল্ট আসেনি। এটা মারাত্মক কোন ভুল। বড় ধরনের কোন ভুল হয়েছে। খুব হতাশ লাগছে। ভাই বেকারদের জন্য কিছু একটা করেন।’ 

কয়েক ঘণ্টায় এমন অসংখ্য মেসেজ পেয়েছি। শত শত ছেলেমেয়ের কথা শুনে মনে হচ্ছ, প্রাথমিকের এই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় কোনো ভুল হয়েছে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, ফের ফলাফল যাচাই করুন। শত শত প্রার্থী যেহেতু বলছে, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। দ্রুত সেই ভুল সংশোধন করে ফের ফলাফল প্রকাশ করুন। ব্যাখা দিন। এর আগে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যাদের চিনি তাদের বিষয়টি জানিয়েছি। তারা বিষয়টি যাচাই করার আশ্বাস দিয়েছে। 

আমি মনে করি একটা দেশের শিক্ষার ভিত্তি প্রাথমিক শিক্ষা। সেখানে নিয়োগে বারবার ত্রুটি রাখা উচিত নয়। আশা করছি কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করে দ্রুত ভুল সংশোধন করবে। আর প্রতিবার প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবে, নানা অনিয়ম হবে এগুলো মানা যায় না। একটা দেশের প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষা শতভাগ স্বচ্ছ হওয়া উচিত। পাশাপাশি সবচেয়ে মেধাবীরা যেন প্রাথমিকের শিক্ষক হন সেজন্য এখানকার বেতন কাঠামো থেকে শুরু করে সব ভালো হওয়া উচিত। লেখক: কলামিস্ট